ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :

চাটমোহরে আগুনে পুড়ল দিনমজুর তিন ভাইয়ের বসতবাড়ি

বড়াল প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:১৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ৫২ বার পঠিত

পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা উত্তরপাড়া গ্রামে আগুনে পুড়ে গেছে দিনমজুর তিন ভাইয়ের বসতবাড়ি। ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন ওই গ্রামের আঃ রাজ্জাকের তিন ছেলে আঃ লতিফ,খায়রুল ইসলাম ও কালু মিয়া। অগ্নিকান্ডে ৩টি পরিবারের ৪টি বসতঘর,৩টি রান্না ঘরসহ সবকিছু পুড়ে গেছে। নগদ টাকাসহ ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।
ওই গ্রামের বাসিন্দা রমজান আলী জানান,দুপুরে কালু মিয়ার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রচন্ড খরতাপের সময় মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাশাপাশি ৩টি বাড়ির ঘরসহ সবকিছু পুড়ে যায়। আগুনে একটি গরুও দগ্ধ হয়েছে। খবর পেয়ে চাটমোহর থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ক্ষতিগ্রস্তরা খুবই দরিদ্র। পাশাপাশি তিন ভাই বাস করে। দিনমজুরী করে দিনাতিপাত করেন। আমি বিষয়টি শোনার পর ঘটনাস্থলে গিয়ে কিছু সহায়তা করেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ট্যাগস :

চাটমোহরে আগুনে পুড়ল দিনমজুর তিন ভাইয়ের বসতবাড়ি

আপডেট সময় : ০৮:১৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা উত্তরপাড়া গ্রামে আগুনে পুড়ে গেছে দিনমজুর তিন ভাইয়ের বসতবাড়ি। ঘটনাটি ঘটেছে বুধবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন ওই গ্রামের আঃ রাজ্জাকের তিন ছেলে আঃ লতিফ,খায়রুল ইসলাম ও কালু মিয়া। অগ্নিকান্ডে ৩টি পরিবারের ৪টি বসতঘর,৩টি রান্না ঘরসহ সবকিছু পুড়ে গেছে। নগদ টাকাসহ ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।
ওই গ্রামের বাসিন্দা রমজান আলী জানান,দুপুরে কালু মিয়ার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রচন্ড খরতাপের সময় মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাশাপাশি ৩টি বাড়ির ঘরসহ সবকিছু পুড়ে যায়। আগুনে একটি গরুও দগ্ধ হয়েছে। খবর পেয়ে চাটমোহর থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ক্ষতিগ্রস্তরা খুবই দরিদ্র। পাশাপাশি তিন ভাই বাস করে। দিনমজুরী করে দিনাতিপাত করেন। আমি বিষয়টি শোনার পর ঘটনাস্থলে গিয়ে কিছু সহায়তা করেছি। উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।